চাঁদপুরে অর্গানিক স্ট্রবেরির ব্যাপক ফলন
চাঁদপুরের আলোচিত ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে এবছর স্ট্রবেরি চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ করে সুগন্ধিযুক্ত, সুস্বাদু এবং রসালো ওজার্ক বিউটি নামক এই স্ট্রবেরির বাম্পার ফলন হয়েছে। আকারে বড় ও লম্বাটে এই স্ট্রবেরির স্বাদ এতোই চমৎকার যে আমদানিকৃত যেকোনো জাতের স্ট্রবেরিকে হার মানাবে।
পাতার দাগ ও পাতা ঝলসে যাওয়া রোগ প্রতিরোধী ও স্ব-পরাগায়ন জাতের ওজার্ক বিউটি হতে পারে ভবিষ্যতে এদেশের আবহাওয়া উপযোগী একটি বাণিজ্যিক জাত। এরই মধ্যে অনেক নতুন নতুন উদ্যোক্তা এই জাতের স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন।