You have reached your daily news limit

Please log in to continue


চাদর-বালিশের কভার নয় রং যাচাইয়ের কথা ছিল

সরকারি আদেশে (জিও) ভুল তথ্য উপস্থাপন করায় পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর জিওতে ভুল থাকায় জার্মানি যাচ্ছেন না পুলিশ মহাপরিদর্শক। এটি সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকালের মধ্যে চিঠি দিচ্ছে পুলিশ সদর দপ্তর। সরকারি আদেশ সংশোধন হওয়ার পর জার্মানি যাওয়া বা না যাওয়ার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আইজিপি। জিওতে এমন ভুল হওয়ায় পুলিশের ভেতরেও ক্ষোভের সঞ্চার হয়। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) হায়দার আলী খান বলেন, জিওতে এই ধরনের ভুল কাম্য নয়। অসাবধানতাবশত এই ভুলের কারণে সফরের কারণ নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেয়। পুলিশ সদর দপ্তর বলছে, আপাতদৃষ্টিতে জিওটি পড়লে মনে হয়, পুলিশ মহাপরিদর্শক এক লাখ বিছানার চাদর ও বালিশের কাভার কিনতে জার্মানিতে যাচ্ছেন। অথচ বিষয়টি তা নয়। চাদর ও বালিশের কাভার কোনোটিই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে না। জার্মানি বিছানার চাদর ও বালিশের কাভার প্রস্তুতকারী দেশও নয়। জিওর শব্দগত বিন্যাসের কারণেই এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন