এবার এলো নিউজিল্যান্ড নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা চরমে ওঠায় এবার নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার নিজ দেশের নাগরিকদের তাৎক্ষিণভাবে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে নিউজিল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধিত্ব নেই তাই সেখানে নিউজিল্যান্ডবাসীকে সহায়তা প্রদানে সরকারের ক্ষমতা খুবই কম।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যে কোনও সময় ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। তখন স্বল্প সময়ে নিউজিল্যান্ডের নাগরিকদের সরিয়ে নেওয়া সম্ভব হবে না।