একাধিক মেধাতালিকা দিয়েও শিক্ষার্থী পাচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলো
গত বছরের অক্টোবরে গুচ্ছ ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেন রায়হান চৌধুরী। স্বাভাবিক নিয়মে ২০২১ সালের প্রথমদিকে স্নাতকের ক্লাস শুরুর কথা থাকলেও করোনার কারণে প্রায় ১ বছর পিছিয়ে গত অক্টোবরে এই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত মাসে প্রথমে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পরে জবি ছেড়ে ভর্তি হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগে। তবে পরীক্ষার পাঁচ মাস পার হলেও ভর্তি কার্যক্রম শেষ না হওয়ায় এখনো স্নাতকের ক্লাস শুরু করতে পারেনি রায়হান। কখন ক্লাস শুরু করতে পারবেন তাও জানেন না তিনি। অথচ উচ্চশিক্ষায় পা রাখার আগেই ১৪ মাস শিক্ষা জটে পড়েছেন এই শিক্ষার্থী।
করোনার ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুততার সঙ্গে শিক্ষা-কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এখনো যেহেতু গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি ফলে স্বাভাবিকভাবেই এই শিক্ষাজট আরও বাড়বে।