‘অনলাইন ব্যবসায় সংগ্রাম করে টিকে থাকতে হয়’
গেল কয়েকবছরে দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এই উদ্যোক্তাদের উল্লেখযোগ্য একটি অংশ নারী। নতুন এই উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের বিভিন্ন খুটিনাটি বিষয়ে সহযোগিতা করার প্ল্যাটফর্মও দাঁড়িয়েছে বেশ কয়েকটি। তার মধ্যে পরিচিত একটি নাম ‘হার ই-ট্রেড’। এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এর সঙ্গে যুক্ত আছেন প্রায় ৩৩ হাজার নারী। যারা ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে নিজেদের তৈরি পণ্য বা ইউনিক পণ্য নিয়ে হাজির হচ্ছেন নিয়মিতই। তবে স্বল্পপুঁজির এই ব্যবসাতে সংগ্রাম করেই টিকে থাকতে হচ্ছে তাদের।
দেশের বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের নারীরাও এখন পড়ালেখা কিংবা চাকরির পাশাপাশি এই প্ল্যাটফর্মে নিজেদের পণ্য নিয়ে হাজির হচ্ছেন। আর এখানে সবার যোগাযোগটাও অত্যন্ত সুশৃংখল। ৩৩ হাজার সদস্যের এই প্ল্যাটফর্মে কোনও নেতিবাচক কথার চর্চা হয় না, নেই রাজনৈতিক আলোচনা, নেই অন্য কোনও গ্রুপের সদস্যদের নিয়ে কোনও নেতিবাচক আলাপ। কী করে এই অসাধ্য সাধন করা সম্ভব হচ্ছে, আর কেনইবা এই প্ল্যাটফর্ম- এসব কিছু নিয়েই কথা হয় ‘হার ই-ট্রেড’ এর প্রেসিডেন্ট প্রীতি ওয়ারেছার সঙ্গে।