খেলাপি গ্রাহককে ঋণ ও তথ্য গোপনের দায়ে অগ্রণী ও রূপালী ব্যাংককে জরিমানা

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংককে ছয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অগ্রণী ব্যাংককে জরিমানা করা হয়েছে পাঁচ লাখ টাকা আর রুপালী ব্যাংককে এক লাখ টাকা। ঋণখেলাপি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণপত্র সুবিধা দেওয়ায় অগ্রণী ব্যাংককে এবং খেলাপি গ্রাহকের তথ্য গোপনের দায়ে রূপালী ব্যাংককে এ জরিমানা করা হয়েছে।


জানা গেছে, ব্যাংক দুটি জরিমানা মওকুফের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে আবেদন করেছিল। পরিচালনা পর্ষদ ব্যাংক দুটির আবেদন বিবেচনায় নেয়নি। এর ফলে ব্যাংক দুটির হিসাব থেকে জরিমানার অর্থ কেটে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এ বিষয়ে জানতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম ও রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লা আল মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও