করোনা, জলবায়ু, ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন কোয়াড কূটনীতিকরা
চীনবিরোধী জোট হিসেবে পরিচিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল ঘিরে গঠিত কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগের (কিউএসডি বা কোয়াড) শীর্ষ কূটনীতিকরা শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বৈঠক।
জলবায়ু পরিবর্তন, করোনা এবং চীনের আধিপত্য বিস্তার রোধে মূলত এ বৈঠক বলে জানা গেছে। তবে ইন্দো-প্যাসিফিকে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত জোট কোয়াডের শীর্ষ কূটনীতিকরা ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনার বিষয়টিও আলোচনায় আনবেন।
ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর উত্তেজনার মধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ সপ্তাহে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা অবস্থান করছে। যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বলছে যুক্তরাষ্ট্র। তবে বরাবরের মতোই রাশিয়া বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।