![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F935b9332-5e19-4bf5-8cbe-4a9cd344a6a4%252FMohibullah.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
নৃশংস তালেবান স্নাইপার থেকে মেয়র হয়ে যা করছেন মহিবুল্লাহ
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের রাজধানী মায়মানা। শহরটির নতুন মেয়র ২৫ বছর বয়সী দামুল্লাহ মহিবুল্লাহ মোয়াফফাক।
মাস কয়েক আগেও মহিবুল্লাহ ছিলেন তালেবানের এক শীর্ষস্থানীয় স্নাইপার। আফগানিস্তান দখলের লড়াইয়ে স্নাইপার হাতে লুকানোর জায়গা থেকে শত্রুপক্ষকে নিশানা করে নির্ভুল গুলি ছুড়তেন মহিবুল্লাহ। দক্ষ স্নাইপার হিসেবে তিনি তালেবান বাহিনীতে পরিচিতি পান।
গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তান ছাড়ে। একই সঙ্গে তালেবানের অগ্রযাত্রার মুখে পশ্চিমা-সমর্থিত আফগান সরকারের পতন ঘটে। এর মধ্য আফগানিস্তানের ক্ষমতা আবার তালেবানের হাতে যায়। পরের মাস সেপ্টেম্বরে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।