কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চামিন্দা ভাস কোচ হিসেবে প্রমাণিত নন : খালেদ মাহমুদ

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে পেস বোলিং কোচ নেই। ওটিস গিবসনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। সম্প্রতি শোনা যাচ্ছিল শন টেইটের নাম। কিন্তু বিসিবি তাকে নিয়োগ দেওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড টেইটকে একরকম 'ছিনতাই' করে নিয়ে গেছে।


এছাড়া শোনা যাচ্ছে লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাসের নাম। কিন্তু আসলে কে নিয়োগ পাচ্ছেন?


চামিন্দা ভাসকে নিয়ে 'ধীরে চল' নীতি গ্রহণ করেছে বিসিবি- এমনটাই জানালেন জাতীয় দলের 'টিম লিডার' খালেদ মাহমুদ সুজন। তিনি আজ সাংবাদিকদের বলেন. 'আসলে আমরা এই জায়গা নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তাড়াহুড়ার কাজ ভালো হয় না। চামিন্দা ভাসের নাম আসছে... চামিন্দা নিঃসন্দেহে অনেক বড় বোলার ছিলেন। কিন্তু কোচ হিসেবে তিনি কেমন করবেন সেটা এখনও প্রমাণিত না। যদিও তিনি কোচিং করাচ্ছেন। কথা হচ্ছে। তবে তাড়াহুড়া করা ভালো হবে না। এটা আমার মন্তব্য। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও