সঞ্চয়পত্র ভাঙাতে না পারলে আকবরের চিকিৎসা হবে না
'রাইড শেয়ারিং' মোটর সাইকেলে যাতায়াতের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন হানিফ সংকেতে 'ইত্যাদি'তে গান করে পরিচিতি পাওয়া গায়ক আকবর। ব্যথা পেলেও শুরুতে অতোটা পাত্তা দেননি তিনি ৷ কিন্তু পরে মারাত্মক শারীরিক জটিলতা দেখা দেয়৷ স্ক্যান করানোর পর মেরুদণ্ডের আঘাত ধরা পড়ে, চিকিৎসক দ্রুত অস্ত্রোপচার করতে বলেন। ভারতে গিয়ে চিকিৎসা করাতে খরচ হবে ৫ লাখ টাকার মতো।
চিকিৎসা করানোর মতো অর্থ আকবরের আছে ৷ সমস্যা হলো সেই টাকা উত্তোলন করতে পারছেন না তিনি৷ সোনালি ব্যাংক শ্যাওড়াপাড়া শাখায় আকবরের নামে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে ৷ তবু নিজের চিকিৎসা করাতে পারছেন না জানিয়ে আকবর বলেন, 'অক্টোবরের শুরুতে ভাড়ায় চলা বাইক থেকে পড়ে গিয়ে আঘাত পাই।
চিকিৎসক বলছেন মেরুদণ্ডের হাড় ও নার্ভের মধ্যে সমস্যা হয়েছে। আমাকে দ্রুত অস্ত্রোপচার করতে বলেছেন। গত ৫ মাসেও বিষয়টি নিয়ে কাউকে বলিনি। কারণ আমার কারো কাছে হাত পাততে ইচ্ছে করে না। ভেবেছি প্রধানমন্ত্রীর দেওয়া ২০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে সেটা ভাঙিয়ে চিকিৎসা করাতে পারবো, কিন্তু পারছি না। '