কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিমানের ক্ষতি ৬০ কোটি টাকা

যুগান্তর প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮

মাত্র ১৩ সেকেন্ডের অবহেলায় বিমানের একটি উড়োজাহাজের (S2-AKD) দুটি ইঞ্জিনের বেশকিছু গুরুত্বপূর্ণ পার্টস জ্বলে গেছে। এমনকি দুটি ইঞ্জিনই জ্বলে যেতে পারে-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।


তাদের মতে, এ ঘটনায় আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে ৬০ কোটি টাকা। একই সঙ্গে মেরামতের জন্য এক থেকে তিন মাস উড়োজাহাজটি দিয়ে ফ্লাইট করা যাবে না।


তাতে ক্ষতির অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়াতে পারে। ২ জানুয়ারি থেকে এয়ারক্রাফটি গ্রাউন্ডেড করে সিঙ্গাপুরে পাঠানোর কার্যক্রম শুরু করেছে বিমান।


জানা যায়, উড়োজাহাজটি আকাশে ওঠার পর পাইলট কোনো কারণ ছাড়া পাওয়ার লিভারটিতে ১০০ ভাগের বেশি ইমারজেন্সি পাওয়ার (ওয়াল টু ওয়াল) ব্যবহার করেছেন।


পরবর্তী সময়ে তড়িঘড়ি করে পাওয়ার লিভারটি আবার শতভাগের জায়গায় ডিটেন্টে নিয়ে এলেও দেখা গেছে ১৩ সেকেন্ড ব্যবহৃত হয়েছে।


বিমানের প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, এ ধরনের ঘটনায় সাধারণত বিমানের দুটি ইঞ্জিনই জ্বলে যাওয়া কিংবা ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ জ্বলে যাওয়ার কথা। যার কারণে শপে (ইঞ্জিন মেরামতকারী প্রতিষ্ঠান) গেলে ৬০ কোটি টাকার বেশি অর্থ গুনতে হতে পারে বিমানকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও