You have reached your daily news limit

Please log in to continue


Valentine Day 2022: বাস্তবের প্রেম পর্দায়! ২ বছর পরে আবার জুটি রুদ্রজিৎ-প্রমিতা

দু’বছর আগের কথা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’য় ‘পারুল’ প্রমিতা চক্রবর্তী। ‘রাজপুত্র’ রুদ্রজিৎ মুখোপাধ্যায়। তাঁদের জুটি মনে ধরেছিল ছোট পর্দার দর্শকদের। গত দু’বছরে তাঁদের জীবনে অনেক পরিবর্তন। পর্দার প্রেম বাস্তব হয়েছে। গত বছর প্রেমদিবসের পরেই তাঁরা সাতপাক ঘুরেছেন। ব্যস্ত জীবন থেকে সময় চুরি করে প্রায়ই নিজেদের মতো সময় কাটাতে দেখা যায় অভিনেতা দম্পতিকে।

বিবাহবার্ষিকীর আগে তাঁদের প্রথম বড় উপহার দিল আবারও জি বাংলা-ই! সম্প্রতি চ্যানেলের নতুন ধারাবাহিক ‘পিলু’-তে রুদ্রজিৎ-প্রমিতা দেখা দিচ্ছেন একসঙ্গে। আবারও তাঁরা ‘জুটি’। গানের ধারাবাহিকে তাঁদের চরিত্র কেমন? অভিনেতা-অভিনেত্রী উভয়েই কথা বলেছেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।

প্রমিতার কথায়, ‘‘গানের ধারাবাহিকে আমি শিঞ্জিনী। রুদ্রজিৎ রঙ্গন। দু’জনেই গান ভালবাসি। তবে আমি শাস্ত্রীয় সঙ্গীতের ভক্ত। রুদ্র সারাক্ষণ গিটার হাতে ব্যস্ত।’’ বিপরীত স্বভাবের দুই নর-নারী প্রকৃতির অমোঘ নিয়মে কাছাকাছি আসবে। এ বার রুদ্রজিতের সংযোজন, ‘‘শুধু গান নয় আচরণেও আমরা আলাদা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন