অস্কারে মনোনয়ন পেল ভারতীয় ছবি, কী আছে এতে?

চ্যানেল আই প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৬

মঙ্গলবার ঘোষণা হয়েছে এ বছরের অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। ভারতের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’ অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে। এই ছবির দুই পরিচালকের একজন বাঙালি, সুস্মিত ঘোষ। আরেকজন রিন্টু থমাস। দু’জনেরই প্রথম ছবি এটি। ‘খবর লহরিয়া’-সংবাদপত্রকে ঘিরে তৈরি হয়েছে এই ডকুফিল্ম। এটি দলিত সম্প্রদায়ের নারীরা পরিচালনা করেন।


সংবাদপত্রটির অস্তিত্ব রক্ষার লড়াই দেখানো হয়েছে। পত্রিকার প্রধান সাংবাদিক মীরাকে নিয়ে ছবিটির ঘটনা এগিয়ে চলে। কীভাবে টিকে থাকার জন্য ‘খবর লহরিয়া’ ছাপা কাগজ থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়- তা উঠে এসেছে এই ছবিতে। খবরের কাগজের টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি ছবিতে তুলে ধরা হয়েছে দলিত নারীদের লড়াই, সামাজিক অবস্থান, প্রশাসনের সঙ্গে বিবাদ, অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের মতো বিষয়গুলো। ২০০২ সালে দিল্লি কেন্দ্রিক এনজিও ‘নিরন্তর’-এর উদ্যোগে যাত্রা শুরু করে ‘খবর লহরিয়া’। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও