বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক প্রত্যাহার চায় বারভিডা
বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক প্রত্যাহার ও রিকন্ডিশন্ড মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আবদুল হক এই দাবি রাখেন। তিনি বলেন, পরিবহন, পর্যটন শিল্পসহ প্রায় সবক্ষেত্রেই মাইক্রোবাস ব্যবহারের বিকল্প নেই।
পোশাকশিল্পের ন্যায় শ্রমঘন শিল্পের কর্মকর্তা-কর্মচারি এই পরিবহন ব্যবহার করে। এই শ্রেণির গাড়ি আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। ১০-১৫ আসনের এই যানগুলোতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করছি। এসময় তিনি পাবলিক বাস আমদানিতে ১ শতাংশ শুল্ক করার প্রস্তাব করেন। এছাড়া ব্যাটারিচালিত মোটরের গাড়ি ২০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার ও বৈদ্যুতিক গাড়ির জন্য মাল্টিডিসিপ্লিননারি এবং কম্প্রেহেনসিভ নীতিমালা করার প্রস্তাব করে বারভিডা।