কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ব্যাংকিং খাতে কঠিন দিন অপেক্ষা করছে’

www.ajkerpatrika.com সেলিম আর এফ হুসেন প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৫

বেসরকারি ব্র্যাক ব্যাংকের দুই দশকের পথচলা কেমন ছিল? 


সেলিম আর এফ হোসেন: একটু পেছনে তাকালে ব্র্যাক ব্যাংকের পথচলার লক্ষ্য পরিষ্কার হয়ে যায়। শুরুটা হয়েছিল স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে, যিনি বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকেরও প্রতিষ্ঠাতা। এ বছরই ব্র্যাক প্রতিষ্ঠাতার ৫০ বছর উদ্‌যাপন করবে। আর ২০০১ সালে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা হলেও আমি যোগ দিই ২০১৫ সালে। আমার যোগদানের এক মাস পরই স্যার ফজলে হাসান আবেদকে ব্র্যাক ব্যাংক আসলে কোন ধারার ব্যাংক জিজ্ঞেস করলে তিনি এর মানবিক দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, এটি বাণিজ্যিক ব্যাংক এবং তা পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। কাজেই এর প্রথম দায়িত্ব হচ্ছে শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীদের ভালো মুনাফা দেওয়া। তখন তিনি কীভাবে মুনাফা অর্জন হবে, তার একটা দিকনির্দেশনা দেন। তিনি জানান, ব্র্যাক ব্যাংক প্রাধান্য দেয় এসএমই খাতকে। কারণ, এই খাতের উদ্যোক্তাদের কেউ কদর করে না, বরং অবহেলা করে। কারণ, তারা গরিব। ভালো পোশাক পরে না। এসব বিষয় লক্ষ্য করেই ব্যাংকটিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়। এই খাতকে সাপোর্ট করলে যে দেশের ভালো হয়, তা আমরা সবাইকে দেখাব। সেই বিষয়গুলো মাথায় রেখে ব্র্যাক ব্যাংক মোট ঋণের ৩৭ থেকে ৩৮ শতাংশ বিনিয়োগ করে সিএসএমই খাতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও