যেভাবে দাবদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব

যুগান্তর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৮

গত ১৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) শীর্ষক একটি কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।


ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বল্পমেয়াদি কর্মসূচির পরিবর্তে দীর্ঘমেয়াদি কর্মসূচির দিকে অগ্রসর হওয়াই বিসিডিপির মূল উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় কম কার্বন নির্গমনের প্রযুক্তি বাস্তবায়ন বিসিডিপির পরিকল্পনায় রয়েছে। সেই লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বিসিডিপি গঠিত হচ্ছে। টেকসই উন্নয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো, অভিযোজন ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে বিসিডিপি কাজ করবে বলে আশা করা যাচ্ছে। ফলে বায়ুমণ্ডলে কার্বনের নির্গমন কমিয়ে জলবায়ু সহনশীল পরিবেশের উন্নয়নে বিসিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাছাড়া বিসিডিপি কৃষি ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নে ভূমিকা রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও