কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লোগো বদলাচ্ছে ক্রোম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫১

জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম সর্বশেষ লোগো বদলিয়েছিল ২০১৪ সালে। এরপর টানা আট বছর ধরেই চলেছে সেই লোগো। এবছর ক্রোম তার লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে। কিন্তু এই পরিবর্তনটি এতোই সুক্ষ যে দেখে খুব একটা বোঝাই যাবে না। এলভিন হু নামে ক্রোমের এক ডিজাইনার তার টুইটার অ্যাকাউন্টে ক্রোমের এই ডিজাইনটি প্রথম প্রদর্শন করে।


সংবাদ মাধ্যম ভার্জ জানায়, আগের ডিজাইনে গোল বৃত্তটির বাইরে লাল, হলুদ আর সবুজ এই তিনটি বারের ধারগুলো দিয়ে শ্যাডো দেওয়া ছিল। নতুনটাতে শ্যাডোগুলো মুছে দেয়া হয়েছে। আবার মাঝের বৃত্তটিও আকারে আগের চেয়ে অল্প একটু বড় করা হয়েছে। বৃত্তের নীল রংটিও আগের চেয়ে একটু উজ্জল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে