You have reached your daily news limit

Please log in to continue


ওমিক্রনের চূড়া থেকে কি নেমেছে বাংলাদেশ?

গেল তিনদিন ধরেই দেশে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় (৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৪৫ জন। তার আগের দিন ৫ ফেব্রুয়ারিতে ৮ হাজার ৩৫৯ এবং তার আগেরদিন (৪ ফেব্রুয়ারি) ৯ হাজার ৫২ জনের শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। ৪ ফেব্রুয়ারিতে শনাক্ত হওয়া এই রোগীর সংখ্যা গত ২২ জানুয়ারির পর সর্বনিম্ন। ওই দিন ৯ হাজার ৬১৪ জনের শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর। ২৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৯০৬ জনে দাঁড়ায়। আর মূলত দেশে অতি সংক্রমণশীল ওমিক্রনের তান্ডব শুরু হয় মধ্য জানুয়ারি থেকেই।

২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের প্রায় দুই বছর ধরে চলা এ মহামারির সংক্রমণচিত্রে ঊর্ধ্বগতি-নিম্নমুখী চিত্র দেখেছে দেশ। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখা গিয়েছে গত বছরের জুন জুলাই ও আগস্ট মাসে। ডেল্টার তান্ডবে সেসময়ে দেশ একদিনে সর্বোচ্চ রোগী আর সর্বোচ্চ মৃত্যু দেখেছে। তবে আগস্টের শেষদিকে এসে সংক্রমণ কমতে শুরু করে, এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেই চলে আসে। শনাক্তের হার কমে আসে ১ শতাংশের কাছাকাছি। তবে বছর শেষে নতুন ত্রাসের জন্ম দেয় করোনার অতিসংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রন। ডেল্টার তুলনায় পাঁচ থেকে ছয়গুণ বেশি সংক্রমণ ক্ষমতা নিয়ে ওমিক্রন ছড়াতে থাকে বাতাসের গতিতে। আর চলতি বছরের মধ্য জানুয়ারি থেকে সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী থেকে গত ৪ ফেব্রুয়ারিতে একদিনে শনাক্ত নেমে আসলো ১০ হাজারের নিচে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন