রাজধানীতে স্থাপনা নির্মাণে লাগবে সিটি করপোরেশনেরও অনুমোদন: তাজুল
রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের আগে রাজউকের পাশাপাশি দুই সিটি করপোরেশনেরও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে গ্রহণ করা কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তবে অনুমোদন নিতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে মেয়রদেরও সতর্ক থাকার কথা বলেন মন্ত্রী।
নতুন করে সিটি করপোরেশনের অনুমোদন নেওয়ার বিষয়ে তিনি ব্যক্তিগত বাসাবাড়ি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনা ছাড়াও সরকারি অবকাঠামোসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ অনুমোদনের আওতায় আসবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ছাড়াও সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।
“আর শুধু অনুমোদন দিলেই হবে না, অনুমোদিত স্থাপনা নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থাও রাখতে হবে।”
বর্তমানে রাজধানীতে কোনো ভবন নির্মাণের আগে রাজউকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাজুল ইসলাম বলেন, ঢাকা শহর এবং এর আশপাশের কয়েকটি সেতুর কারণে নৌ চলাচল ব্যহত হচ্ছে। এসব সেতু ভেঙ্গে নৌ চলাচলের সুবিধা রেখে নতুন করে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।