কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Covid Death In America: শেষ সাত সপ্তাহে মৃত এক লাখ! আমেরিকায় ন’লক্ষ ছাড়াল করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০

বিশ্ব জুড়ে প্রতিটি দেশই করোনার নয়া রূপ ওমিক্রনের সঙ্গে লড়াই করছে। ভারত-সহ বেশ কয়েকটি দেশে করোনা স্ফীতিতে কিছুটা লাগাম পড়েছে। কিন্তু এর মাঝেই উদ্বেগজনক ভাবে বাড়ছে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা। রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় এখনও প্রতি দিন গড়ে দু’হাজার ৬০০ জন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ইতিমধ্যেই আমেরিকায় এখনও পর্যন্ত ন’লক্ষ মানুষ করোনার বলি হয়েছেন। কেবল শেষ দু’সপ্তাহেই করোনায় মৃত্যুর হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


করোনা অতিমারি শুরু হওয়ার পর থেকে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমেরিকায় মোট আট লক্ষ মানুষ মারা গিয়েছেন। কিন্তু বাকি এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে শেষ সাত সপ্তাহে। অর্থাত্ বিশ্ব জুড়ে ওমিক্রনের রমরমা বৃদ্ধি পাওয়ার পর থেকেই। আমেরিকায় মৃত্যুর হার প্রথম বিশ্বের সমস্ত দেশগুলির থেকে অনেকটাই বেশি। তবে করোনায় মৃতদের মধ্যে বেশির ভাগই টিকা নেননি বলে সে দেশের স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও