পিরোজপুর ছাত্রদলে কোন্দল: কমিটি হওয়ার পর সাড়ে ৩ বছরে একটিও সভা হয়নি
পিরোজপুর জেলা ছাত্রদলের দুই পক্ষের কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়েছে সংগঠনটি। ২০১৮ সালের ৫ জুন নতুন কমিটি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দুই পক্ষের বিরোধের কারণে জেলা কমিটি একটিও সভা করতে পারেনি। জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে পদ–বাণিজ্য ও মারামারির অভিযোগ রয়েছে।
জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি তানজিল হাসান বলেন, জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক গত সাড়ে তিন বছরে একটি সভাও ডাকেননি। তাঁরা নিজেদের ইচ্ছেমতো সংগঠন চালাচ্ছেন ও পদ–বাণিজ্য করছেন। সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখের বিরুদ্ধে মাদক, যৌতুক ও ডাকাতির মামলা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন হাসান আল মামুনকে সভাপতি ও বদিউজ্জামান শেখকে সাধারণ সম্পাদক করে আট সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আট সদস্য কমিটির চারজন তখন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অনাস্থা জানিয়ে ছিলেন।