শীর্ষ চার নেতার ‘অঞ্চলপ্রীতি’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৮টি হলের নেতৃত্ব বাছাইয়ে সংগঠনের শীর্ষ নেতারা নিজ অঞ্চলকে প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার শীর্ষ নেতার গ্রামের বাড়ি যে অঞ্চলে, সেই অঞ্চল থেকেই বেশিসংখ্যক ছাত্র নেতৃত্বে এসেছেন। বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কয়েকজনও হল কমিটিতে শীর্ষ পদ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩০ জানুয়ারি সমন্বিত সম্মেলনের পর গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য এই কমিটিগুলো গঠন করা হয়েছে।
নেতৃত্বে আসতে না পারা হল পর্যায়ের একাধিক নেতার অভিযোগ, কমিটি গঠনে সাংগঠনিক দক্ষতা কিংবা আদর্শিক অঙ্গীকারের চেয়ে শীর্ষ পদপ্রত্যাশীদের জন্মস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই কমিটি ভারসাম্যহীন। নেতৃত্বে আসা অনেকের বিরুদ্ধেই নানা গুরুতর অভিযোগ ছিল, যা বিবেচনায় নেওয়া হয়নি।