Skin Care: ত্বকের কোন সমস্যার সমাধান করতে পারে নারকেল তেল
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬
ত্বকের উপর রোদ, ধুলো-বালির প্রভাব পড়ে। তেমনই আবার কাজের চিন্তা, মানসিক চাপ ক্ষতি করে ত্বকের। কম ঘুমও অনেক সময়ে হয়ে ওঠে ত্বকের শুষ্কতা বাড়ার কারণ। কিন্তু এ সবই হল জীবনের অঙ্গ। এর থেকে মুক্তি নেই। তবু সব সামলেও ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখা সম্ভব। সঙ্গী যদি হয় নারকেল তেল।
কী এমন করতে পারে নারকেল তেল?
নারকেল তেলের নানা গুণ রয়েছে। নিখুঁত ত্বক পেতে হলে, এর চেয়ে ভাল সঙ্গী কমই আছে। যেমন কমাতে পারে প্রদাহ, তেমনই রোদের তাপ থেকে বাঁচাতে পারে ত্বককে।