১১ দিন ধরে ১০ হাজারের বেশি রোগী শনাক্ত
প্রথম আলো
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭
দেশে টানা ১১ দিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারিতে এমন সংক্রমণ পরিস্থিতি আগে দেখা যায়নি। এর আগে সর্বোচ্চ টানা ৬ দিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়া থাকলে সংক্রমণের ঝুঁকি কমে আসবে, হাসপাতালেও রোগী কম ভর্তি হবে। মৃত্যু কমে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি মাসে করোনা সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ৭৩ শতাংশই টিকা নেননি।