Skincare: টোনার সম্পর্কে এই পাঁচটি ভুল ধারণা কি আপনারও আছে?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৪
রূপচর্চায় টোনার ব্যবহার করেন? টোনার ব্যবহারে আপনার ত্বকের হারানো জেল্লা যেমন ফিরে আসে, তেমনই ত্বকের আর্দ্রভাব বজায় রাখার জন্য টোনারের কোনও তুলনা নেই। এই টোনার সম্পর্কে ভুল ধারণা রয়েছে অনেকেরই।আপনিও কি এমনটাই মনে করেন?অনেকেই ক্লিনজারের বিকল্প হিসাবে টোনার ব্যবহার করেন।
তবে এমনটা কখনওই করা উচিত নয়। কারণ বিশেষজ্ঞদের দাবি, মুখ ভাল করে পরিষ্কার করার পরেও আপনার ত্বকে থাকা ব্যাক্টিরিয়া, বাড়তি তেল, মৃত কোষকে পরিষ্কার করতে টোনার ব্যবহার করা হয়। তাই টোনার কখনওই ক্লিনজারের বিকল্প হতে পারে না।
- ট্যাগ:
- লাইফ
- টোনার
- রূপচর্চা টিপস
- রূপচর্চা।