যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যুহার কেন এত বেশি
মহামারী শুরুর দুই বছর পরেও অন্য ধনীদেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। অতি সংক্রামক হলেও এ ভাইরাসের ওমিক্রন ধরনটি কম প্রাণঘাতি হবে- অনেক মার্কিনির এমন আশাও এখন ফিকে হতে চলেছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মৃত্যুর সংখ্যা গত শরতে ডেল্টার সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যুর দিনটিগুলোকেও ছাপিয়ে গেছে।
গত শীতে করোনাভাইরাসের টিকা খুব সহজপ্রাপ্য ছিলো না। সে সময় যত মানুষের মৃত্যু হয়েছে, এবার ওমিক্রনের ঢেউয়ে মোট মৃত্যুর সংখ্যা তার দুই-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে।