তালেবানের স্বীকৃতি নিয়ে যা বলল রাশিয়া
যুগান্তর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫
বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে এখন চেষ্টা চালাচ্ছে তালেবান। আর এমন সময় রাশিয়া জানালো তালেবান সম্পর্কে তাদের অবস্থানের কথা।
গরাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভারসিনিন সোমবার ভারতের দিল্লি সফরে গিয়ে জানান, তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি ভারত ও রাশিয়ার। তারা তালেবানের কার্যক্রম আরও পর্যবেক্ষণ করবেন।
এ ব্যপারে তিনি বলেন, আমরা আশা করি তারা যে প্রতিশ্রতি দিয়েছে সেগুলো পূরণ করবে, বিশেষ করে সরকারের অন্তর্ভুক্তি ও মানবাধিকারের বিষয়টি।
দিল্লি সফররত রাশিয়ান উপ-পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০ বছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করে দেশটিকে ধ্বংস করে দিয়েছে।