You have reached your daily news limit

Please log in to continue


আমি এখনও মরিনি : মিয়া খলিফা

অন্তর্জাল তারকা, ক্রীড়া ধারাভাষ্যকার ও প্রাপ্তবয়স্ক ছবির সাবেক সেনসেশন মিয়া খলিফার ভক্তরা শনিবার হঠাৎই চমকে উঠেছিল। তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ হুট করে স্মৃতির ভাগাড়ে পরিণত হয়। এ দেখে চমকে ওঠেন খোদ মিয়া খলিফা।

ইন্ডিয়া ডটকমের খবর, ফেসবুকে রিমেম্বারিং প্রদর্শনের পর ভক্তরা যে লেখাটি পড়েন, তা হলো—‘আমরা আশা করি, যাঁরা মিয়া খলিফাকে ভালোবাসেন, তাঁরা জীবনকে স্মরণ করতে এবং উদযাপনে প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা পাবেন।’

বলাই বাহুল্য, ওই বার্তার পর মিয়ার ভক্তরা উদ্বিগ্ন হন এবং মৃত্যুসংবাদে হতবাক হন।

পরে টুইটার হ্যান্ডেলে মিয়া খলিফা বিষয়টি পরিষ্কার করেন। ভক্তদের জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হলি গ্রেইল’-এর সেই বিখ্যাত উক্তি, ‘আমি এখনও মরিনি! ভালো আছি’ যুক্ত করা মিম শেয়ার করেন মিয়া। এর পর ভক্তরা স্বস্তি পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন