![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/02/01/image-248436.jpg)
ভয়ংকর এক মাফিয়ার বিরুদ্ধে আদালতে মুখ খুলেছিলেন প্রীতি, তারপর...
বড় পর্দায় তাকে ডাকাবুকো চরিত্রে ভুব একটা দেখা যায়নি। বরং বেশির ভাগ ক্ষেত্রে পাশের বাড়ির দুষ্টুমিষ্টি মেয়ের মতো উচ্ছল, আদুরে। দুই গালে বড়সড় টোল। হাসি ছড়ালে ডাগর চোখেও ঝলকানি খেলে যায়। বলিউডি পর্দায় প্রীতির ইমেজ খানিকটা এমনই। সেই নিরীহ ইমেজের প্রীতিই এক আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সে হলো ছোটা শাকিল!
প্রীতি যে ছোটা শাকিলের মতো ডনের বিরুদ্ধে মুখ খুলতে পারেন, তা নাকি অনেকেই আঁচ করতে পারেননি। তবে জীবনের প্রথম বলিউড ফিল্মেই যিনি কুমারী মায়ের চরিত্রে অভিনয় করে ঝুঁকি নিয়েছেন, তাকে আর পাঁচটা বলিউড নায়িকার সঙ্গে একসারিতে অনেকেই রাখতে চান না।