কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপিতে ইমাম পরিবর্তন কেন চেয়েছিলেন জিএম সিরাজ এমপি?

ঢাকা টাইমস প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫

ওয়ান ইলেভেনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া দলের অভ্যন্তরে ১৫ দফা সংস্কার প্রস্তাব দেন। তার ওই প্রস্তাবে দলের সাবেক মন্ত্রী-সাংসদরা সমর্থন দেন, যারা সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার একাধিকবারের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) ছিলেন সেই সংস্কারপন্থিদের মধ্যে অন্যতম।


মান্নান ভুঁইয়ার বাড়িতে প্রকাশ্য বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধাচারণ করেছিলেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় সংস্থারপন্থীদের অনেককে দলে সক্রিয় করে বিএনপি। যারা ফিরেছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন বগুড়ার সংসদ সদস্য জিএম সিরাজ। সদর আসনের সংসদের পাশাপাশি তিনি জেলা বিএনপির আহ্বায়কও হয়েছেন।


কী বলেছিলেন জিএম সিরাজ?


এক দশক আগে আলোচিত ওয়ান ইলেভেনের সময় ‘মাইনাস টু ফর্মুলার’ নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন জিএম সিরাজ। সেসময় বিএনপির নেতৃত্ব বদলের দাবি নিয়ে তার বক্তব্য ছিল, ‘মসজিদ ভাঙতে নয়, আমরা চাই ইমাম বদলাতে।’ অবশ্য তিনিই এখন বগুড়া থেকে উপনির্বাচন করে বিজয়ী হয়ে জেলার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও