এক বছরেই বদলে গেছে আরইবির মডেল গ্রাম
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ‘মডেল গ্রাম’ ফর্মুলা বিশ্লেষণে উঠে এসেছে সেই চিত্র। দেখা গেছে এক বছরেই কৃষির নানা খাতে মডেল গ্রামগুলোতে প্রবৃদ্ধি হয়েছে ২৫ থেকে ১২২ ভাগ।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে মডেল গ্রামে গড়ে উঠছে ভারী শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। বলা হচ্ছে এক বছরেই গ্রামগুলোতে কর্মসংস্থান বেড়েছে ৪৪ ভাগ।
গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেলেও নিরবচ্ছিন্ন সরবরাহ না পাওয়ার পুরনো অভিযোগ রয়েই গেছে। আরইবি বলছে, গ্রামীণ জনপদেও শহরের সেবা সম্প্রসারণ করতে চায় তারা। এজন্য দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৮০টি মডেল গ্রাম বেছে নেওয়া হয়েছিল। যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে।