![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/70A4/production/_123063882_44937cf2-b477-429e-85a4-5dd04c8048cf.jpg)
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের ঝড় কী বার্তা দিচ্ছে - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৯:৩৭
বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যাপক বিতর্কের ঝড় উঠেছে।
নির্বাচনে একজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অশ্লীল আচরণের করার অভিযোগ করেছেন। তিনি একটা সাধারন ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।
আরেকজন প্রার্থীর নামে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনে স্ক্রিনশট দেখানো হয়েছে সংবাদ সম্মেলনে।
যদিও এই প্রার্থী এখন বলছেন অভিযোগটি ভুয়া এবং তিনি সাইবার ক্রাইম ইউনিটে মামলা করবেন।
এছাড়া নানা অভিযোগ উঠেছে ছোট এই নির্বাচনকে ঘিরে।