![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F01%2F31%2F167a0519_-_copy.jpg%3Fitok%3DVLA6uM1v)
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ছন্দে ইমরুলের কুমিল্লা
গেল ম্যাচেই দুইশ ছাড়ানো ইনিংস নিয়ে দারুণ জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু, জয়ের ছন্দ ছাপিয়ে চট্টগ্রাম শিবিরে অস্থিরতা শুরু হয় মেহেদী হাসান মিরাজকে নিয়ে।
এ অস্থিরতার মধ্যে আজ মাঠে নেমে কুমিল্লার কাছে পাত্তাই পেল না চট্টগ্রাম। ব্যাটে-বলের দাপটে চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ছন্দ ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সোমবার বিপিএলের ১৩তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।