মহামারির তৃতীয় বছরে আমরা কী আশা করতে পারি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৪:০১
ধনী দেশগুলোতে যারা ইতোমধ্যেই ব্যাপক সংখ্যক মানুষকে টিকা দিয়ে ফেলেছেন মহামারির তৃতীয় বছরটি তাদের দ্বিতীয় বছরের চেয়ে ভালো হবে। কোভিড ১৯ জনস্বাস্থ্য এবং দৈনন্দিন কাজকর্মে তুলনামূলক কম প্রভাব ফেলবে। ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়ার কারণে ব্রিটেন ও ইসরায়েলের মতো দেশগুলোতে এখন কোভিড আক্রান্তের তুলনায় মৃত্যুহার অনেক কম।
কিন্তু যেসব দেশ দরিদ্র বা ব্যাপকভাবে মানুষকে টিকা দিতে পারেনি, সেসব দেশে ভাইরাসের ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ী হবে। নতুন বছরে ধনী ও দরিদ্র দেশের অবস্থায় বেশ বৈষম্য দেখা যাবে। বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন ভবিষ্যদ্বাণী করেছে যে, উন্নত দেশগুলোতে ৯০ শতাংশ মানুষের গড় আয় এ বছর মহামারিপূর্ব অবস্থায় ফিরে যাবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে গড় আয় আগের অবস্থায় ফিরবে মাত্র এক তৃতীয়াংশ মানুষের।