পরিমিত মদ্যপান কি শরীরের পক্ষে ভালো? চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে গবেষণা!

eisamay.com প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৩:০৪

Drinking Alcohol Problems: মদ্যপান (Drinking Alcohol) করা মানুষের সংখ্যা নেহত কম নয়। তাই করোনাকালে মদের দোকানের বাইরের ভিড় সকলেই আশ্চর্য হয়েছেন। যেখানে মানুষকে বলা হয়েছে শারীরিক দূরত্ব রক্ষা করার সেখানে মদের দোকানের সামনে এসে এই সমস্ত পরামর্শ তুড়িতে উড়ে গিয়েছে।


মদ্যপান করা মানুষের মধ্যে একটি কথা চালু রয়েছে, কম পরিমাণে মদ্যপান করলে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। যদিও নতুন একটি গবেষণা এই বিষয়ে দিয়েছে একদম নতুন একটি তথ্য। এক্ষেত্রে অ্যাঞ্জিলা রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা মানুষকে অন্যভাবে ভাবাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও