You have reached your daily news limit

Please log in to continue


বিচারপ্রার্থী যেন বিড়ালের জন্য গরু না হারায়: রাষ্ট্রপতি

আইনের আশ্রয় নিয়ে বিচারপ্রার্থী যেন বিড়ালের জন্য গরু হারিয়ে না ফেলে তা বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিচার বিভাগ সততা ও দৃঢ়তার সঙ্গে সংবিধানকে সমুন্নত রাখবে এমন আশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেছেন, মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত সময়ে রায় দেয়ার উপায় খুঁজে বের করতে হবে।

কিশোরগঞ্জে রোববার বিকেলে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভবন’ নির্মাণ কাজের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, “আইনের আশ্রয় নিতে গিয়ে ‘একটি বিড়ালের জন্য একটি গরু হারানো’র সেই চীনা প্রবাদের মতো যাতে বিচারপ্রার্থীদের অবস্থা না হয়, বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে তা নিশ্চিত করতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন