![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/01/30/rohman_sushmita.jpeg?itok=KsOgijlG×tamp=1643517909)
বিচ্ছেদের পরে আবারও একসঙ্গে সুস্মিতা-রোহমান!
www.tbsnews.net
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ২০:৫৪
তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মাসখানেক আগে। কিন্তু আবারও একসঙ্গে দেখা গেল রোহমান শল এবং সুস্মিতা সেনকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, দু'জনকে সুস্মিতার বাড়ির নিচে একসঙ্গে দেখা গেছে।
গত ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে সুস্মিতা তার অনুরাগীদের উদ্দেশে রোহমানের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, 'আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। বন্ধু হয়েই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালোবাসাটা রয়ে গিয়েছে।'