হবিগঞ্জে সরকারের দুর্যোগ সহনীয় ঘরের খুঁটি ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) হবিগঞ্জ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ২০:২২

গৃহহীনের জন্য সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের “দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ” প্রকল্পের ঘরের খুঁটি ভেঙ্গে চাপা পড়ে হবিগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘর নির্মাণের তিন বছরের মাথায় কোনো দুর্যোগ ছাড়াই ভেঙে পড়ে সেই ঘর। শনিবার সন্ধ্যায় জেলার বানিয়াচং উপজেলার মাদারিটুলা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিরাপজান বিবি (৮৯) মাদারিটুলা মহল্লার মৃত নেয়ামত উল্লাহর স্ত্রী।


স্থানীয়রা জানান, নেয়ামত উল্লাহর ছেলে শরিফ উল্লাহর জায়গা থাকলেও কোনো ঘর ছিল না। ২০১৯ সালে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে সারাদেশে এক লাখ ২৫ হাজার ঘর নির্মাণ করে দেয় সরকার। এ সময় শরিফ উল্লাহ একটি ঘর বরাদ্দ পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও