হাওরের বুকে গাড়ির চাকা ঘোরে

বাংলা ট্রিবিউন মোস্তফা হোসেইন প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৮:৫৮

স্বপ্নেরা ভেসে বেড়ায়। কবিতার ভাষা বলে নয়, মানুষের স্বপ্ন আর সাধ্যে ফারাক থাকে বলেই স্বপ্নগুলো সব শূন্যে বসত করে। যেমনটা বলা হয়- স্বপ্ন তো স্বপ্নই, বাস্তবের সঙ্গে এর কতটাই বা সাযুজ্য আছে। বিপরীতটা কি হয় না? এ প্রসঙ্গে বিজ্ঞজন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের একটি উক্তি মনে পড়ছে, মর্মার্থ ছিল এমন– প্রতিটি মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। কী বলা যায় এবার? আসলেও মানুষ স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। যদি স্বপ্ন হয়, আরাধ্য কিছুর। আমরা সেরকম স্বপ্ন কি দেখতে পারি? স্বপ্নের সমান হয়ে যেতে পারি। এমন গর্বিত উচ্চারণ করা কি এখন আর অবাস্তব বলে মনে হয় সবসময়?


সাঈদ স্যারের উক্তির সঙ্গে একটু মিশেল দিয়ে বলি- স্বপ্ন ও সাহস যদি একীভূত হয়, তখন স্বপ্নও বাস্তবে ধরা দেয়। তাহলে একজন স্বপ্নদ্রষ্টার প্রয়োজন, যিনি স্বপ্ন দেখেন এবং নিজেও স্বপ্নের সমান সাহসী মানুষ। সে রকম মানুষ যদি থাকে, তাহলে অসাধ্য সাধনও হতে পারে। যদি কিছু উদাহরণ তৈরি হয়ে যায়, প্রতিকূলতা জয় করে, যদি দুঃস্বপ্ন হিসেবে অভিহিত কোনও কাজ বাস্তবে দেখা যায়, তাহলে নিশ্চয়ই স্বপ্নদ্রষ্টার সাহস সঞ্চারিত হয় সহযোগী-সহকর্মীদের মধ্যেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও