পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

বিবিসি বাংলা (ইংল্যান্ড) উত্তর কোরিয়া প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৪:০৭

উত্তর কোরিয়া চলতি মাসে সপ্তমবারের মত একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। মনে করা হচ্ছে ২০১৭ সালের পর এটিই তাদের পরীক্ষা করা বৃহত্তম ক্ষেপণাস্ত্র।


দক্ষিণ কোরিয়ার দেয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার পূর্ব তীরে স্থানীয় সময় সকাল আটটার কাছাকাছি এই ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়।


জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই ঘটনায় নিন্দা জানিয়েছে।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমানবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের একটি নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির উপর জাতিসংঘের কঠোর অবরোধ রয়েছে।


কিন্তু পূর্ব এশিয়ার এই দেশটি নিয়মিত এসব নিষেধাজ্ঞা অমান্য করে। দেশটির নেতা কিম জং আন সামরিকভাবে দেশটিকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও