মদ খেয়ে মোদিকে টুইট! সে রাতে কী হয়েছিল কপিলের?
ঢাকা টাইমস
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৫৩
শনিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কপিল শর্মার স্ট্যান্ড আপ কমেডি শো ‘কপিল শর্মা: আই অ্যাম নট ডন ইয়েট’। সেখানে কপিল নিজের সঙ্গে সম্পর্কিত বিতর্ক, ক্যারিয়ারে আশা-হতাশা এবং নরেন্দ্র মোদিকে করা টুইট নিয়েও কথা বলেছেন। শো প্রকাশ্যে আসার আগে একটি প্রোমো শেয়ার করা হয়েছিল। যেখানে সেই রাতের ব্যাপারে কথা বলেন কপিল।
জনপ্রিয় এই কমেডিয়ান বলেন, ‘আমাদের মতো লোক আট পেগ মদ খেয়ে যেই শো চলছে, সেটাকেও বন্ধ করে দিতে পারে।’ তিনি কথা বলেন মদ্যপ অবস্থায় নরেন্দ্র মোদিকে ট্যাগ করে টুইট করার কথা এবং পরে সেই টুইটের জন্য তাকে লোকজনের কাছে কতটা গালাগালি খেতে হয়েছিল, সে কথাও ফাঁস করেন।
সে রাতের কথা উল্লেখ করে কপিল বলেন, তার দিনটা খারাপ গিয়েছিল, তাই ভেবেছিলেন রাতটা ভালো করে কাটানো উচিত। আমি কি জানতাম, এক রাত আমার এত রাত নষ্ট করে দেবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে