যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, বহু ফ্লাইট বাতিল

ঢাকা টাইমস আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৩৮

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী শীতকালীন তুষারঝড়, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তুষারঝড়। ভয়াবহ এই ঝড়ের কারণে দেশটির পাঁচ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট।


স্থানীয় সময় শনিবার রাতে আঘাত হানে নরইস্টার নামে এ ঝড়।


যেসব অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেগুলো হলো নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড এবং ভার্জিনিয়া। এসব অঙ্গরাজ্যের বাসিন্দাদের বাড়ির বাইরে না বোরোতে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।


ভার্জিনিয়ার উপকূল থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১ কোটি মানুষকে সতর্কতার আওতায় আনা হয়েছে। সবশেষ ৪ বছর আগে এমন ঝড় আঘাত হেনেছিল দেশটিতে। ঝড়ের সময় হারিকেনের মত শক্তিশালী বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও