কম্পিউটারে হাইবারনেট মোড চালু করবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ০৯:২৩
ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে কাজের সময় দীর্ঘ বিরতি নেওয়ার প্রয়োজন হলে অনেকই স্লিপ মোড ব্যবহার করেন। এতে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ চালু থাকায় বেশ বিদ্যুৎ বা চার্জ খরচ হয়। আবার পুরোপুরি বন্ধ করলে চালু হতে অনেক সময় লাগে। শুধু তা–ই নয়, যে কাজটি আপনি সবশেষে করছিলেন, তা চালু থাকে না। সমস্যার সমাধান দেবে হাইবারনেট মোড। এটি মূলত একটি পাওয়ার ব্যবস্থাপনা মোড, যা কম্পিউটার বা ল্যাপটপ বন্ধের সময় সবশেষ কাজের তথ্য (চালু থাকা অ্যাপ্লিকেশন, ফাইল, ফোল্ডার) সি ড্রাইভের hiberfil.sys ফাইলে জমা রাখে। ফলে আবার যখন কম্পিউটার বা ল্যাপটপে চালু করা হয়, তখন সবশেষ চালু থাকা অ্যাপ্লিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে পর্দায় দেখা যায়।