You have reached your daily news limit

Please log in to continue


জেসিন্ডার জনপ্রিয়তা এখন সর্বনিম্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা সম্প্রতি অনেক কমে গেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ৩৫ শতাংশ মানুষ এখন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে এটি জেসিন্ডার সর্বনিম্ন জনপ্রিয়তার হার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের টেলিভিশন নেটওয়ার্ক টিভিএনজেডের সংবাদ বিভাগ ওয়ান নিউজ এবং গবেষণা সংস্থা কান্টারের যৌথ জনমত জরিপের ফল প্রকাশ করা হয়। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এক হাজার ভোটারের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ বলেছেন, তাঁরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে হতাশ। মাত্র ২২ শতাংশ আশা প্রকাশ করেছেন, আগামী ১২ মাসে পরিস্থিতির উন্নতি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন