![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/01/28/article-l-202071978132929609000.jpg?itok=GdNjMWp8×tamp=1643362136)
বাবা-মায়ের বিচ্ছেদ হলেই সন্তানের জীবন নষ্ট হয়ে যায় না: সারা
www.tbsnews.net
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১৬:১৯
"একই বাড়িতে দু’জন মানুষ, যারা একসঙ্গে সুখে নেই। তারপরে তাদের বাড়ি ভিন্ন হয়ে গেল, দু’জনেই নতুন করে হাসতে শুরু করলেন। তাহলে সেই দু’জন মানুষকে একসঙ্গে থাকতে বলব কেন?’’
"এক বাড়িতে দু'জন মানুষ একসঙ্গে সুখী হতে না পারলে, আলাদা বাড়িতে থেকে তারা যদি সুখী থাকেন তাহলে তাদের তাই করা উচিত," মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে বাবা-মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে এমনটাই বলেছেন সারা আলি খান।
১৯৯১ সালে বিয়ে হয়েছিল সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের। একসময়ের তুমুল প্রেম গড়ায় প্রবল তিক্ততায়। অবশেষে ২০০৪ সালে বিচ্ছেদ।
সারার কথায়, ''একই বাড়িতে দু'জন মানুষ, যারা একসঙ্গে সুখে নেই। তারপরে তাদের বাড়ি ভিন্ন হয়ে গেল, দু'জনেই নতুন করে হাসতে শুরু করলেন। তাহলে সেই দু'জন মানুষকে একসঙ্গে থাকতে বলব কেন?''