ত্বকে লালচেভাব ও চুলকানি হওয়ার কারণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৮:২৩
শীতকালে শুষ্ক ত্বকের কারণে লালচে দাগ, খসখসে চামড়া, টানটান ভাব ইত্যাদি দেখা দেয়।
এগুলো সাধারণত প্রদাহের লক্ষণ।
ক্যালিফোর্নিয়ার বোর্ড নিবন্ধিত ত্বকবিশেষজ্ঞ ক্যারেন ক্যাম্পবেল বলেন, “ঠাণ্ডা আবহাওয়া থেকে ত্বককে বাঁচাতে ‘অ্যান্টিইনফ্লামাটরি’ বা প্রদাহরোধী ধরনের উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া উপকারী। এতে ত্বক ভালো থাকে সতেজ লাগে।
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই চিকিৎসক আরও বলেন, “শীতে বাতাসের আর্দ্রতার মাত্রা কমে যাওয়ায় ত্বককে বেশি শুষ্ক করে ফেলে। ফলে প্রদাহ বাড়ে এবং ত্বকের সুরক্ষায় স্তর নাজুক হয়ে পড়ে।”
- ট্যাগ:
- লাইফ
- চুলকানি
- শীতের অসুখ
- চুলকানির সমস্যা