টানা ১৬৩ ঘণ্টা অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় খরচ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রোমিও নিকোলাস রোজারিও ও মোহাইমিনুল বাশার রাজ এ তথ্য জানান।
এসময় তারা বলেন, বুধবার সকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে আমরা অনশন ভ্ঙ্গ করেছি। আমাদের এ আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমাদের অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহ করা হবে। পাশাপাশি ১৬ জানুয়ারি পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা হবে। এরইমধ্যে আমাদের অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় মিটিয়ে দেওয়া হয়েছে।