You have reached your daily news limit

Please log in to continue


দলবদ্ধ ধর্ষণের পর চুল কেটে দিল্লির রাস্তায় ঘোরানো হলো তরুণীকে

এক তরুণের আত্মহত্যার জন্য দায়ী করে ২০ বছরের এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এরপর তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে এক দল নারীর বিরুদ্ধে। ভারতের রাজধানী নয়াদিল্লির কস্তুরবা নগরে ঘটেছে এমন ঘটনা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে অত্যন্ত নিন্দ্যনীয় বলে উল্লেখ করে টুইটে বলেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। 

অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? ’ গত ১২ নভেম্বর ওই তরুণ আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর জন্য ২০ বছর বয়সী তরুণীকেই দায়ী করেন আত্মহত্যা করা তরুণের পরিবার। অভিযোগ, এরপরই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তরুণের চাচা। এরপর দলবদ্ধ ধর্ষণ করা হয়। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, ‘২০ বছরের এক তরুণীকে অবৈধ মদের কারবারিরা দলবদ্ধ ধর্ষণ করেন। তার পর তাঁর মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানো হয়। দিল্লি পুলিশের কাছে সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন