কর্পূর দিয়ে যেভাবে দ্রুত সারাবেন ব্রণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১২:৪৯
ব্রণের সমস্যায় নারী-পুরুষ উভয়ই ভোগেন। অনেকের ত্বকেই এক বা দুটি ব্রণ হয়ে দুদিনেই সেরে যায়। আবার কারও কারও মুখভর্তি ব্রণ বের হয়।
যা ত্বকে ব্যথা ও যন্ত্রণার সৃষ্টি করে। এরপর ব্রণের দাগ বসে যায় ত্বকে। এমনকি ত্বক গর্ত পর্যন্ত হয়ে যায় ব্রণের কারণে।
ব্রণ সারাতে কতজনই না কতকিছু ব্যবহার করেন ত্বকে। তবুও ব্রণ সারানো যায় না। এজন্য ভরসা রাখতে পারেন কর্পূরে। সিনামোমাম ক্যাম্পোরা নামের একটি গাছ থেকে পাওয়া যায় কর্পূর।
এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য স্বাস্থ্যের পাশাপাশি আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করে। জানেন কি, কর্পূর দিয়ে দ্রুত সারানো যায় ব্রণ। তবে ত্বকের ওপর কর্পূরের ব্যবহারটা একটু আলাদা।
- ট্যাগ:
- লাইফ
- ব্রণের সমস্যা
- কর্পূর