ভবিষ্যদ্বাণী করবে এজ ব্রাউজার

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ২০:৪৮

ব্যবহারকারীদের দ্রুত তথ্য খুঁজে দিতে এজ ব্রাউজারে নতুন সুবিধা চালু করছে মাইক্রোসফট। ‘টেক্সট প্রেডিকশন’ নামের ফিচারটি ব্যবহারকারীদের লেখার ধরন ও অক্ষর শনাক্ত করে সার্চবারে পুরো বাক্য লিখে দেবে। উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ব্যবহার করা যাবে ফিচারটি। এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারী নতুন এ সুবিধা ব্যবহার করলেও সবার জন্য উন্মুক্ত হতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তি ব্যবহার করায় ফিচারটি প্রায় নির্ভুলভাবে ব্যবহারকারীদের সার্চের বিষয় লিখে দেবে। ফলে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়ার পাশাপাশি শব্দে বানান ভুল হওয়া নিয়ে চিন্তা করতে হবে না। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে টেক্সট প্রেডিকশন সুবিধা কেবল উইন্ডোজ পাওয়া গেলেও আগামী দিনে অন্য অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও